ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফের ইয়াহু’র ১শ’ কোটি গ্রাহকের তথ্য চুরি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ , ১১:১০ এএম


loading/img

ইয়াহু’র একশ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ফের তথ্য চুরি করেছে হ্যাকাররা। ঘটনাটি ২০১৩ সালের দিকে ঘটেছে বলে ধারণা করছে ইয়াহু কর্তৃপক্ষ। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, এ হ্যাকিং সেপ্টেম্বরে ৫০ কোটি অ্যাকাউন্ট এর তথ্য চুরির ঘটনা থেকে ভিন্ন। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হলেও পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যায়নি বলে জানানো হয়েছে বিবৃতিতে।

গেলো সেপ্টেম্বরে ইয়াহু নিশ্চিত করে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। চলতি বছরের জুলাই মাসে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজোন প্রায় ৫শ’ কোটি ডলারে কিনে নেয় ইয়াহুকে।

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |